অন্য যেসব প্রাণীকে মানুষ খায়, বিজ্ঞানে ব্যবহার করে, শিকার করে, ফাঁদ পেতে ধরে এবং বিচিত্র উপায়ে শোষণ করে, আমাদের কাছে তাদের উপযোগিতা ছাড়াও তাদের একটি স্বকীয় জীবন রয়েছে যা তাদের কাছে গুরুত্বপূর্ণ। তারা যে শুধু পৃথিবীর মাঝে অস্তিত্বশীল তা-ই নয়, তারা এ ব্যাপারে অবগতও বটে। তাদের জীবনে যা ঘটে তা তাদের কাছে গুরুত্বপূর্ণ। প্রত্যেকের একটি জীবন আছে যা জীবনধারীর কাছে উৎকৃষ্টতর বা নিকৃষ্টতররূপে প্রতিভাত হতে পারে।
Continue reading “ড. টম রেগান: প্রাণী-অধিকার দর্শন”